রাঙামাটি বন্ধুসভার একটি ভালো কাজ

সদর উপজেলার মগবান ইউনিয়নের যোগনাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাঙামাটি বন্ধুসভার পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন উপহারছবি: বন্ধুসভা

পিরিয়ড হচ্ছে নারীদের জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটি নিয়ে লজ্জার কোনো কারণ নেই। কিন্তু এখনো সমাজের অনেকেই পিরিয়ডকে ট্যাবু মনে করে।

বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে এক সেমিনার করেছে রাঙামাটি বন্ধুসভা। ২৪ অক্টোবর সদর উপজেলার মগবান ইউনিয়নের যোগনাছড়ি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি বন্ধুসভার সেমিনার
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে অনুষ্ঠিত এই সেমিনারে ২২ জন কিশোরী অংশ নেয়। কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালের নানা পরিবর্তন, পিরিয়ড ও পিরিয়ড চলাকালীন স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে তাদের ধারণা দেওয়া হয়। পরে সবাইকে স্যানিটারি ন্যাপকিন উপহার দেওয়া হয়।

সভাপতি, রাঙামাটি বন্ধুসভা