‘নিজেদের স্বার্থেই জলাভূমি বাঁচিয়ে রাখা খুবই জরুরি’

জেলা শহরের প্রাণশাহের খালের ধারে পরিবেশ সচেতনতায় সাতক্ষীরা বন্ধুসভার মানববন্ধন কর্মসূচিছবি: বন্ধুসভা

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটনসহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। ২ ফেব্রুয়ারি ছিল বিশ্ব জলাভূমি দিবস। এ উপলক্ষে পরিবেশ সচেতনতায় মানববন্ধন করে সাতক্ষীরা বন্ধুসভা।

‘এখনই জলাভূমি পুনরুদ্ধারের মুখ্য সময়’ প্রতিপাদ্যে গত শুক্রবার বেলা ১১টায় জেলা শহরের প্রাণশাহের খালের ধারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, জলাভূমি জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত সংবেদনশীল। এটি বিপন্ন ও বিরল প্রজাতির পাখি ও প্রাণী, গাছপালা ও কীটপতঙ্গের জন্য উপযুক্ত বাসস্থান সরবরাহ করে। পানির প্রবাহ ও পানি সংরক্ষণ জলাভূমি দ্বারা নিয়ন্ত্রিত হয়। পৃথিবীতে জীবন টিকিয়ে রাখতে সহায়তা করে। তাই নিজেদের স্বার্থেই জলাভূমি বাঁচিয়ে রাখা অতীব জরুরি।

কর্ণ বিশ্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম ও পরিবেশকর্মী কবি রুহুল আমিন ময়না।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আবু তাহের, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সবুজ তরফদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক সোমা রানী বৈদ্য, অর্থ সম্পাদক সাগরিকা আক্তার, বন্ধু কামরুজ্জামান ইব্রাহিম, মাসুম বিল্লাহ, তামিম শেখ, আহাদুর জামান প্রমুখ।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা