কলাপাড়ায় দরিদ্র পরিবারের মধ্যে বন্ধুদের নগদ অর্থসহায়তা

খামে করে নগদ অর্থসহায়তা প্রদান করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বন্ধুসভার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষকে ঈদে সেমাই, চিনি কেনার জন্য নগদ অর্থসহায়তা করা হয়েছে। প্রথম আলো ট্রাস্ট ও কলাপাড়া বন্ধুসভার বন্ধুদের সহায়তায় এগুলো প্রদান করা হয়।

২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর শহরের অ্যালফাবেট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে অসহায়-দরিদ্রদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন বন্ধুরা। এ সময় সহায়তা পেয়ে খুশিতে জাহানারা বেগম (৪২) বলেন, ‘এই টাহা দিয়া সেমাই-চিনি কিনমু। আমি এইতে খুউব খুশি হইছি।’

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান সিফাত, সহসাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম, প্রচার সম্পাদক মারিয়া ইসলাম, বইমেলা সম্পাদক আরবি ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক জায়েদ বিন আমিন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রেদওয়ান আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াসিন আরাফাত, বন্ধু আমিনুল ইসলাম ও প্রথম আলোর প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ।

সাধারণ সম্পাদক, কলাপাড়া বন্ধুসভা