নাট্যকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদসিন্ধু’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৪ জুলাই বিকেলে আশেক মাহমুদ কলেজ মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
উপন্যাসটি ‘মহররম’, ‘উদ্ধার’ ও ‘এজিদ-বধ’—এই তিন পর্বে বিভাজিত; যা যথাক্রমে ১৯৮৫, ১৮৮৭ ও ১৮৯১ সালে রচিত হয়। কারবালার যুদ্ধকে আঁকড়ে ধরে সাহিত্যের মাধ্যমে বোনা হয়েছে এই উপন্যাসটি। পাঠের আসরে আলোচনা করেন বন্ধু কামরুল ইসলাম ও জোবাইর আদিল।
পাঠচক্রে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অপূর্ব, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রাসেল মিয়া, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তারসহ অন্য বন্ধুরা।
বন্ধু, জামালপুর বন্ধুসভা