প্রতিটি দিনই হোক নারী দিবস

ঝিনাইদহ বন্ধুসভার উদ্যোগে নারী দিবসের কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

নারীকে কখনো মা, কখনো বোন, কখনো বন্ধু কিংবা জীবনসঙ্গী রূপে ভূমিকা পালন করতে হয়। সেই নারীকেই আবার সমাজ বাস্তবতায় পদে পদে হতে হয় ঘৃণিত, নির্যাতিত, অবহেলিত। নারীদের অধিকার আদায় ও লিঙ্গবৈষম্য দূর করার লক্ষ্যে সারা বিশ্বে প্রতিবছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।

এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ বন্ধুসভার উদ্যোগে ৮ মার্চ বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা শহরের পৌর ইকো পার্কে অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতার। এতে দুটি বিভাগে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‘ক’ বিভাগে ছিলেন এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা এবং ‘খ’ বিভাগে অনার্স বা সমমান শিক্ষার্থীরা। শিগগিরই প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও তাঁদের পুরস্কৃত করা হবে।

অংশগ্রহণকারীদের উদ্দেশে ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, ‘নারী অধিকারের পূর্ণতা পাওয়ার মধ্যেই দেশ ও জাতির উন্নতি ত্বরান্বিত হবে।’ সাবেক সহসভাপতি শাহারিয়ার নাজিম বলেন, ‘নারী, অর্থাৎ মায়ের জাতিকে ক্ষমতায়নের মাধ্যমে নারী যেমন সাবলম্বী হবে, পাশাপাশি দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার ফিরোজ, নাজমুল আলম, শাহিনুর রহমান প্রমুখ।

আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে বন্ধুসভার সাইফ উদ্দীন, কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতা এবং মায়িসা রহমান আবৃত্তি করেন সুবোধ সরকারের ‘আমি কৃষ্ণকলি মাহাতো’ কবিতাটি।

প্রচার সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা