সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বন্ধুদের ঈদের আনন্দ ভাগাভাগি

লক্ষ্মীপুর বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’
ছবি: বন্ধুসভা

‘আঁই বাজারে বেলুন বেচি। গত কয়দিন অসুখের কারণে বেচতে যাইতে হারি ন। আমনেরা আঁরে আঁর ছোডু বইনেরে জামা দিছেন, আল্লা আন্নেগরে ভালা করুক।’ বন্ধুসভার পক্ষ থেকে ঈদের নতুন জামা উপহার পেয়ে এসব কথা বলে আট বছর বয়সী শিশু মুন্না।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির আওতায় ১২ এপ্রিল মুন্নার মতো এমন ৫০ সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার এবং হতদরিদ্র মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে লক্ষ্মীপুর বন্ধুসভা।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি শাহাজান কামাল, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, সাবেক সভাপতি শান্তনু দাস, সহসভাপতি রাজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমাতুন আসমা, ইসমাঈল খান, অর্থ সম্পাদক শংকর মজুমদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সাল মাহমুদ, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক হোসাইন রাসেল, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, দাউদ, ইব্রাহিমসহ অন্য বন্ধুরা।

বন্ধু দাউদ বলেন, ‘বন্ধুসভার এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। পথশিশুরা নতুন জামা পেয়ে যেভাবে উচ্ছ্বসিত হয়েছে, তা দেখতে পারাটাও অন্য রকম প্রশান্তির।’

সভাপতি, লক্ষ্মীপুর বন্ধুসভা