স্বাধীনতা ফান রান
স্বাধীনতার চেতনা উদ্যাপন করার লক্ষ্যে ‘স্বাধীনতা ফান রান’ শিরোনামে দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে পেসার গ্রুপ বাংলাদেশ। ১ মার্চ ঢাকার রমনা পার্কে এটি অনুষ্ঠিত হয়। সহযোগী হিসেবে ছিল প্রথম আলো বন্ধুসভা, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও ফুয়েল হাইড্রেশন পাউডার।
ভোর সাড়ে ৬টায় ছিল রিপোর্টিং। নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রায় ৩০০ প্রতিযোগী। রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে থেকে শুরু হয় দৌড়। ৫ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতা দেহ ও মনের দৃঢ়তার এক চমৎকার পরীক্ষা হয়ে ওঠে।
দৌড়ে অংশ নেন ৭৩ বছরের খবির উদ্দীন খান ও ৭২ বছরের খুরশীদ আরা বেগম। তাঁদের অদম্য উদ্যম ও শক্তি দেখে অন্যরাও অনুপ্রেরণা পান। তাঁরা প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না।
অভিজ্ঞতা জানিয়ে এক অংশগ্রহণকারী বলেন, প্রথম কিলোমিটারটা ছিল তুলনামূলক সহজ। সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবে ছুটছিলাম। তবে দুই কিলোমিটার পেরোনোর পর শারীরিক ধৈর্যের পরীক্ষা শুরু হয়। সৌভাগ্যের বিষয়, দৌড় চলাকালে পর্যাপ্ত পানি ও ইলেকট্রোলাইটের ব্যবস্থা ছিল, যা আমাদের ক্লান্তি কাটাতে সহায়তা করেছে।