‘তরুণদের হাত ধরে আগামীর জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমছবি: বন্ধুসভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট সরকারের পতন হয়। এর পরই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও প্রধান প্রধান সড়কে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়।

পরদিন থেকেই সাধারণ শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে ক্ষতিগ্রস্ত স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থানে এ কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরাও। এ সময় তাঁরা শহরের বিশ্বরোড এলাকার ট্রাফিক পুলিশ বক্স, আরামবাগ এলাকার বঙ্গবন্ধু ক্লাব, আশপাশের সড়ক এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থানে পরিচ্ছন্নতার কাজ করেন।

স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘একটা কঠিন সময় পার হওয়ার পর তরুণদের হাত ধরে আগামীর জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এই দেশ আমাদের সবার, পরিষ্কারের দায়িত্বও আমাদের সবার। তরুণ প্রজন্মের উদ্যোগে সারা দেশে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। এই উদ্যোগের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা যুক্ত হতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত। ভালো থাকুক আমাদের প্রিয় দেশ এবং দেশের সব মানুষ।’

কার্যক্রমে আরও যুক্ত ছিলেন বন্ধুসভার বন্ধু রামিজ আহমেদ, আল মাহমুদ, মঈন আলী, মাইশা ইসলামসহ অন্য বন্ধুরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা