শুরু হলো বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২৪

বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২৪ছবি: সংগৃহীত

দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখা এবং নিজেদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বছরব্যাপী বন্ধুসভার বন্ধুরা নানা ভালো কাজ করে থাকেন। সেটিকে আরও গতিশীল করতে জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ‘ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২৪’ শুরু হয়েছে।

আজ রোববার প্রথম ধাপে রংপুর বিভাগের ১২টি বন্ধুসভার মধ্যে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টায় জুম ক্লাউড মিটিং অ্যাপের মাধ্যমে শুরু হয়ে বৈঠক চলে রাত ১১টা পর্যন্ত।

বৈঠকে প্রতিটি বন্ধুসভা থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্তত পাঁচজন বন্ধু অংশ নেন। সব মিলিয়ে অংশ নিয়েছেন প্রায় ৭০ জন বন্ধু। প্রতিটি বন্ধুসভা থেকে সর্বোচ্চ দুজন নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন। সেখানে উঠে এসেছে বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের কথা এবং চলতি বছরে কী কী কাজ করা হবে, সেই পরিকল্পনা। এ ছাড়া কাজ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।

গত ২৩ জানুয়ারি জাতীয় পর্ষদের নতুন কমিটি গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত নেত্রকোনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কসবা, ভৈরব, রংপুর, সিলেট, শাবিপ্রবি, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, এমসি কলেজসহ মোট ৯টি বন্ধুসভার সঙ্গে সশরীরে জাতীয় পর্ষদ কিংবা জাতীয় পর্ষদের প্রতিনিধির সঙ্গে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বছর অন্তত ৫০-৬০টি বন্ধুসভার সঙ্গে তাদের এলাকায় গিয়ে সাংগঠনিক বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। তার আগে আজ থেকে শুরু হওয়া এই সাংগঠনিক বৈঠকের গুরুত্ব অনেক জানিয়ে জাফর সাদিক বলেন, ‘সারা দেশের বন্ধুরা অনেক ভালো ভালো কাজ করছে। তার ফলাফল কিন্তু প্রতিবছরই দেখা যায়। সেরা দশ বন্ধুসভার অধিকাংশই ঢাকার বাইরের। আশা করছি, আপনাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

এর আগে শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা বেশি। এ বছর আমরা যে দায়িত্ব পেয়েছি, তার সাফল্য কেবল আপনাদের সক্রিয়তার ওপরই নির্ভর করছে।’ এ সময় তিনি বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন।

বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২৪
ছবি: সংগৃহীত

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী, বিতর্কবিষয়ক সম্পাদক এম এস আই খান, দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত। সঞ্চালনা করেন জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা।

দ্বিতীয় ধাপে ১৩ ফেব্রুয়ারি ‘ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২৪’-এ যুক্ত হবে চট্টগ্রাম বিভাগের বন্ধুসভাগুলো। তৃতীয় ধাপে ১৫ ফেব্রুয়ারি ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধুসভা, চতুর্থ ধাপে ১৮ ফেব্রুয়ারি বরিশাল এবং ময়মনসিংহ বিভাগ, পঞ্চম ধাপে ২০ ফেব্রুয়ারি ঢাকা বিভাগের জেলা-উপজেলা বন্ধুসভা, ষষ্ঠ ধাপে ২২ ফেব্রুয়ারি খুলনা বিভাগ, সপ্তম ধাপে ২৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগ, কাতার ও ভারতের ৫টি বন্ধুসভা, অষ্টম ও শেষ ধাপে ২৮ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বন্ধুসভাগুলো নিয়ে অনুষ্ঠিত হবে সাংগঠনিক বৈঠক।

ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠকের সমন্বয়ক হিসেবে আছেন নেওয়াজুল মওলা। যেকোনো প্রয়োজনে যোগাযোগ ০১৭০৮১২৩৫৭১