‘প্রথম আলো দেশের কথা বলে, মানুষের কথা বলে’

পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়ছবি: বন্ধুসভা

প্রথম আলো চিরসবুজ, চিরতরুণ, চিরযৌবনা। প্রথম আলো দেশের কথা বলে, মানুষের কথা বলে। সুন্দরকে সুন্দর আর অসুন্দরকে অসুন্দর বলে। তাই তাদের শত্রুর যেমন অভাব নেই, তেমনই বন্ধুরও অভাব নেই।

পাবনায় প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ৮ নভেম্বর বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এটির আয়োজন করে পাবনা বন্ধুসভা।

জাতীয় সংগীত পরিবেশনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ।

পাবনায় প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ চিকিৎসক ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সরওয়ার জাহান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও লেখক আখতার জামান ও নাট্যাভিনেতা রাজিউর রহমান।

চিকিৎসক সরওয়ার জাহান বলেন, ‘২৬ বছর আগে প্রথম আলো নতুন সূর্যের মতো উদিত হয়েছিল। সেই সূর্য এখনো আলো দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও আলো দেবে বলে আমরা প্রত্যাশা করি।’

শিক্ষক আখতার জামান বলেন, ‘প্রথম আলো সবার কথা বলে, সবার পাশে থাকে। তাই প্রথম আলোর প্রতি সবার চাওয়াটা বেশি।’