শীতার্তদের পাশে বশেমুরবিপ্রবি বন্ধুসভা
শীত মৌসুমের শুরু থেকেই গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বেড়ে চলেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভুগছেন। এই বাস্তবতা উপলব্ধি করেই তাঁদের কষ্ট কিছুটা হলেও কমাতে শীতবস্ত্র বিতরণ করেছে বশেমুরবিপ্রবি বন্ধুসভা।
৭ জানুয়ারি গোপালগঞ্জ শহরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নূতন শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নাসিরুদ্দিনসহ অন্য শিক্ষক ও বন্ধুসভার বন্ধুরা।
বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি সালমান হোসেন বলেন, ‘বন্ধুসভার উদ্দেশ্য শুধু সাংস্কৃতিক বা শিক্ষামূলক কার্যক্রমে সীমাবদ্ধ থাকা নয়; বরং সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের অন্যতম দায়িত্ব। নতুন কমিটির প্রথম উদ্যোগ হিসেবে শীতবস্ত্র বিতরণ একটি সময়োপযোগী পদক্ষেপ, যা আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।’
শীতবস্ত্র পাওয়া এক শীতার্ত বৃদ্ধা বলেন, ‘এই কম্বল পেয়ে আমি খুব খুশি। ছেলেমেয়েরা যেভাবে আমাদের খোঁজখবর নিয়েছে, মনে হয়েছে আমরা অবহেলিত নই।’
বন্ধুসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রথম আলোর প্রতিনিধি নূতন শেখ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। সমাজের সব সামর্থ্যবান মানুষ যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে অসহায় মানুষের দুর্দশা অনেকটাই লাঘব করা সম্ভব। বশেমুরবিপ্রবি বন্ধুসভা আগামী দিনেও এ ধরনের সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বলে এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা