ফেনী বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

কথা বলছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজাছবি: বন্ধুসভা

ফেনী বন্ধুসভার বন্ধুদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ২৭ ডিসেম্বর বিকেলে প্রথম আলো ফেনী অফিসে এটি অনুষ্ঠিত হয়।

ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজা। তিনি বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা শুধু নিজেকে নিয়ে ভাবেন না, দেশ ও মানুষকে নিয়ে ভাবেন। সেই লক্ষ্যে সারা বছর বিভিন্ন কর্মসূচি করে থাকেন। বন্ধুরা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে বই পড়েন, বিভিন্ন কর্মশালা করেন।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশিদ, জুম্মা শপিং সেন্টারের পরিচালক শেখ নুর উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নাজমুল হোসেন ও ফেনী বন্ধুসভার সভাপতি বিজয় নাথ।

সাংগঠনিক বৈঠকে ফেনী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বক্তারা ফেনী বন্ধুসভার ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম ও সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য শেখ আশিকুন্নবী, আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক লোকমান চৌধুরী, ফারজানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক আবদুল হান্নান, প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক জান্নাত আক্তার, পরিবেশ ও সমাজকল্যাণ সস্পাদক নুর উদ্দিন ভূঞা, বইমেলা সম্পাদক শাহরিয়ার উল্যাহ, বন্ধু দীপংকর রায়, তন্ময় নাথ, রিশাত হোসেন ও অনামিকা আফরিনসহ অন্য বন্ধুরা।