জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
‘প্রকৃতি ও পরিবেশের এই ক্রান্তিলগ্নে গাছ লাগানো অপরিহার্য’
শিল্পায়ন, নগরায়ণ ও নতুন নতুন প্রকল্প স্থাপনা তৈরি করতে ক্রমাগত গাছ কাটা হচ্ছে। কিন্তু যে হারে গাছ কাটা হচ্ছে, সেই হারে নতুন গাছ লাগানো হচ্ছে না। ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব। গাছ থেকে আমরা শুধু বেঁচে থাকার জন্যে অক্সিজেনই পেয়ে থাকি না; পাশাপাশি ফল, ফুল ও ছায়াও পেয়ে থাকি। তাই প্রকৃতি ও পরিবেশের এই ক্রান্তিলগ্নে গাছ লাগানো অপরিহার্য কাজ হয়ে দাঁড়িয়েছে। বলছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান পল্লব।
২৮ জুলাই ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যসংলগ্ন রাস্তার পাশে, বঙ্গবন্ধু হলসহ ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বন্ধুরা। রোপণ করা চারার মধ্যে ছিল আমড়া, জাম, বড়ই, হাসনাহেনা, কামিনী, আমলকী, নিম, হরীতকীসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা নাহিদুল ইসলাম, তারিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, চারুকলা বিভাগের শিক্ষক দ্রাবিড় সৈকত, বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান পল্লব, সহসভাপতি ইশতিয়াক হাসান, সাধারণ সম্পাদক তকীব হাসান, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক সাদিয়া রহমান, সাংস্কৃতিক সম্পাদক শারমিন সুলতানা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রাকিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রুমান হোসাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাব্বির মিয়াসহ অন্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা