‘ভাষাশহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা’

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছবি: বন্ধুসভা

‘তুমি আজ জাগো, তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে, বীর নারী
আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি।’

এই কবিতাকে ধারণ করে, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। রাত একটায় সভাপতি সুমাইয়া জামান ও সাধারণ সম্পাদক অনুপ সরকারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।

পুষ্পস্তবকটি জাবি বন্ধুসভার বন্ধুরা নিজ হাতে তৈরি করেন। এ প্রসঙ্গে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সম্রাট বলেন, বাইরে থেকে ফুল কিনে তো দেওয়াই যায়। এত কষ্ট তো বন্ধুদের না করলেও হয়। কিন্তু এই যে সবাই মিলে নিজেদের মধ্যে যতটুকু আছে, তা দিয়ে ক্যাম্পাস থেকে বা যে যেভাবে পারেন ফুল এনে নিজেরা গেঁথে ফুলের তোড়া বানানো, এটাই তো অনেক মূল্যবান পুষ্পার্ঘ্য।

সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘ভাষাশহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। স্বপ্নের বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাতৃভাষা বাংলার জন্য যে ত্যাগস্বীকার করা হয়েছে, তা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য সব সময় ঐক্যবদ্ধ থাকব।’

সাধারণ সম্পাদক অনুপ সরকার বলেন, ‘ভাষাশহীদদের স্মরণে আমাদের মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা আরও দৃঢ় করতে হবে। ভাষার অপব্যবহার যাতে না হয়, সে জন্য সচেষ্ট থাকতে হবে। মাতৃভাষার জন্য ভাষাশহীদেরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার যথাযথ মূল্যায়ন করতে হবে।’

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, জাবি বন্ধুসভা