কোমলমতি শিশুদের নিয়ে মেহেদি উৎসব

মেহেদি রাঙা হাতছবি: আশিক মাহমুদ

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার কোমলমতি শিশুদের নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করেছে মেহেদি উৎসব। ৮ এপ্রিল বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসংলগ্ন খোকন পার্কে এটি অনুষ্ঠিত হয়।

মেহেদির রঙে শিশুদের হাত রাঙিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন বন্ধুরা। এ ছাড়া শিশুদের টিফিন হিসেবে নাশতা ও কিছু ছোট্ট উপহার দেওয়া হয়।

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার মেহেদি উৎসব
ছবি: আশিক মাহমুদ

উৎসবে শিশুদের হাতে মেহেদি এঁকে দেন সভাপতি ফারহানা সুলতানা, সাধারণ সম্পাদক অর্পিতা মণ্ডল ও পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধু খুশি আক্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রচার সম্পাদক মাশফিকুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তুষার চন্দ্র, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশিক মাহমুদ, বন্ধু অভিষেক ও সাকিব হাসান।

উৎসবকে প্রাণবন্ত করে তুলতে আরও উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা তানজিল হাসান, বন্ধু কাজী কামরুল ইসলাম, বগুড়া বন্ধুসভার সভাপতি চন্দন কুমার রায় ও বন্ধু আল গালিব খান।

সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা