যে বইটি উৎসর্গ করা হয়েছে বন্ধুসভার বন্ধুদের

ভৈরব বন্ধুসভার ১৭৪তম পাঠের আসরছবি: আনাস খান

আঁকা হয়েছে বিভিন্ন বয়সের মানুষের কাঠখড় পোড়ানোর চিত্র। ফুটে উঠেছে জীবনযুদ্ধে জয়ী হওয়ার প্রবল চেতনাবোধ। কখনো প্রতিবেদনে, কখনো রূপক অর্থে তুলে ধরা হয়েছে সামাজিক সমস্যার বাস্তব কিছু দৃশ্য। যে সমস্যাগুলো কুয়াশার চাদর হয়ে আঁধারে ঠেলে দিচ্ছে আমাদের সফলতার সূর্যকে। ভৈরব বন্ধুসভার ১৭৪তম পাঠের আসরে কথাগুলো বলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তানসি নাহার।

১৫ ফেব্রুয়ারি ডা. ফারহানা মোবিনের লেখা বই ‘আমিও মানুষ’ নিয়ে পাঠের আসরে বসেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলো ভৈরব আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়। ডা. ফারহানা মোবিন তাঁর লেখনীতে বিভিন্ন পেশার মানুষ, তাঁদের যাপিত জীবন, নানা সামাজিক সমস্যা ইত্যাদি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

শুভেচ্ছা বক্তব্য দিয়ে আলোচনার সূচনা করেন সাধারণ সম্পাদক মানিক আহমেদ। তিনি শ্রেষ্ঠ সংগঠক হওয়ার মূলমন্ত্র নিয়ে আলোচনা করেন। লেখিকার জীবনী ও সাধের বৃদ্ধাশ্রম নিয়ে আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তানসি নাহার।

গ্রন্থ আলোচনায় পিঁপড়া থেকে শেখার আছে অনেক কিছু, এ বিষয়ে আলোচনা করে সভাপতি প্রিয়াংকা বলেন, ‘বইটি তিনি উৎসর্গ করেছেন বন্ধুসভার বন্ধুদের, যাঁদের রক্তে প্রবল দেশপ্রেম, হৃদয়ে পরোপকারের তীব্র ইচ্ছা আর দুচোখে পৃথিবীকে সুন্দর করে সাজানোর স্বপ্ন; যেসব তারুণ্যের হাত ধরে দেশব্যাপী হচ্ছে সৃজনশীল কাজ। বন্ধুসভার তরুণেরা গাছ লাগান, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদে রঙিন জামা দিয়ে হাসি ফোটান। ঝড়ে কবলিত মানুষের ঘর বেঁধে দেন। কত চমৎকার। এটি আমার খুব ভালো লেগেছে।’

বইমেলা সম্পাদক প্রাপ্তি ঘোষ আলোচনা করেন, ‘আমি এক বাদাম ওয়ালা’, ‘আমি বটবৃক্ষ বলছি’ এ দুটি বিষয় নিয়ে। উপদেষ্টা সুমন মোল্লা বলেন, ‘ডা. ফারহানা মোবিন আপাদমস্তক একজন মানবিক মানুষ। একমাত্র মানবিক মানুষ থেকেই মানবিক লেখা বেরিয়ে আসে।’

প্রতিটি বিষয়বস্তুতে লেখিকা দেশপ্রেমের কথা বলেছেন, দেশকে ভালোবাসতে বলেছেন, আমাদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। সক্রেটিসকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশপ্রেম কী? জবাবে সক্রেটিস বলেছিলেন, নিজের কাজ সর্বোত্তমভাবে করে যাওয়াই হলো সর্বোচ্চ দেশপ্রেম। তাই নিজের অবস্থান থেকে কাজগুলো সুন্দরভাবে করলে দেশের জন্য কাজ করা হবে।

পাঠের আসরটিতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমাইয়া হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরফান হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক রাহিম আহমেদসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা