রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পুরস্কার গ্রহণ করছেন এক বিজয়ী
ছবি: বন্ধুসভা

৮ মে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা। পরদিন ৯ মে বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

প্রতিযোগিতায় প্রথম হন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেন। এ ছাড়া আরও আটজনকে পুরস্কৃত করা হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক উজ্জ্বল ইয়ামান চৌধুরী, সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা, সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার আহসান তৌহিদ মিল্টন, বন্ধুসভার সভাপতি রুবায়েত রহমান, সহসভাপতি ফারজানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দিলরুবা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাওন ইসলাম, অর্থ সম্পাদক এস এম সাদমান, দপ্তর সম্পাদক শাহরিয়ার কাদির, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ওয়াজিহা তাসনিম, প্রশিক্ষণ সম্পাদক খান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেনসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা