ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজনে ‘শাবাশ বাংলাদেশ’

গল্প-আড্ডা ও গানে মুখরিত থাকে পুরো অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

১৭ ডিসেম্বর, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভাকক্ষে উপস্থিত অসংখ্য বন্ধু। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠান ‘শাবাশ বাংলাদেশ’।
কয়েকজন নতুন বন্ধুও আসেন। শুরুতে নতুন জায়গায় কিছুটা ইতস্তত বোধ করলো অন্য বন্ধুদের আতিথেয়তায় তাঁরাও গল্প-আড্ডায় প্রাণের স্পর্শ পান। পরিচয়পর্বের পর শুরু হয় মূল অনুষ্ঠান।

ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সোলায়মান কবিরের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন সালমান ফারসি ও জান্নাতুল ফেরদৌস। মহান স্বাধীনতাযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী থেকে কিছু অংশ পাঠ করে শোনান ওয়াসিমা তাসনিম।

দেশের বর্তমান অবস্থা ও তরুণদের ভাবনা বিষয়ে আলোচনা করেন জাতীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিস। এরপর পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি করেন সোলায়মান কবির ও গাজী আসিফ। বন্ধুসভায় প্রথমবার এসে জীবনের একটি স্বপ্নপূরণ হলো বলে জানান, আহমিদ আইরিন। আবৃত্তি করেন আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’ কবিতা। ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানে জাতীয় পর্ষদের ম্যাগাজিন সম্পাদক ফাহমিদা বর্ষার সঙ্গে কণ্ঠ মেলান বন্ধুরা।

সোলায়মান কবির বলেন, ‘আমাদের যাঁর যে দায়িত্ব, সেটি যথাযথভাবে পালন করাই হলো দেশপ্রেম। আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব। তাহলে দেশ দ্রুত এগিয়ে যাবে।’ তবে দেশ ও মানুষের স্বার্থে দেশের শিক্ষাব্যবস্থার পাশাপাশি আরও বেশ কিছু দিকে দায়িত্বশীলদের মনোযোগ বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি।

বন্ধু, ঢাকা মহানগর বন্ধুসভা