প্রতিবছরের মতো এবারও সমাজের নিম্ন আয়ের পরিবারের শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে কুষ্টিয়া বন্ধুসভা। ২৭ মার্চ কুষ্টিয়া শহর ও আশপাশের এলাকার ২১ শিশুকে রঙিন জামা ও ১১টি পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।
জাতীয় পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। উপহার পাওয়া শিশুদের অনেকেই রিকশাচালক ও দিনমজুর বাবার সন্তান। আবার কারও বাবা নেই। নতুন জামা পেয়ে তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পায়।
শিশুরা জানায়, তারা ঈদে নতুন জামা পরে ঘুরে বেড়াবে, সবাই সবার বাসায় যাবে, হ্যান্ডশেক করবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা রুহুল আমিন। তিনি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন। আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বইমেলা সম্পাদক রাসেল প্রামাণিক, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিমি আক্তার, বন্ধু ওহিদুজ্জামানসহ অন্য বন্ধুরা।
সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা