গোবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ২৫ জুন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সবুজ ক্যাম্পাস ও সচেতন প্রজন্ম গঠনের প্রত্যয়ে কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর নাজমুল আহসান, প্রক্টর মো. আরিফুজ্জামান রাজীব, ছাত্র উপদেষ্টা মো. বদরুল ইসলাম এবং বন্ধুসভার উপদেষ্টারা।
গোবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে অতিথিরা বলেন, ‘গাছ লাগানো শুধু সামাজিক দায় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নৈতিক দায়িত্ব। বন্ধুসভার এমন উদ্যোগ পরিবেশসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কর্মসূচির অংশ হিসেবে এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় ১৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা