রক্তদানে অবদান রাখায় সম্মাননা পেল নোয়াখালী বন্ধুসভা

সম্মাননা গ্রহণ করছেন নোয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক আসিফ আহমেদ
ছবি: বন্ধুসভা

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের পাশাপাশি রক্তদানে নিয়মিত অবদান রাখায় নোয়াখালী বন্ধুসভাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ২৭ এপ্রিল নোয়াখালী সদর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে স্থানীয় ‘বন্ধুমহল ব্লাড ডোনার’ সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

করোনাকাল থেকে পদচারণা শুরু করে বন্ধুমহল ব্লাড ডোনার সংগঠনটি। ২৭ এপ্রিল ছিল তাদের তৃতীয় বর্ষপূর্তি উৎসব। বেলা তিনটায় শুরু হওয়া এ উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বন্ধুমহল ব্লাড ডোনারকে শুভেচ্ছা জানিয়ে নোয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক আসিফ আহমেদ বলেন, ‘বন্ধুসভা স্বেচ্ছাসেবামূলক কাজ করার পাশাপাশি সংস্কৃতিচর্চা, সাহিত্যচর্চা, মননশীল ও সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করে। বন্ধুসভার বন্ধুরাও নিয়মিত রক্তদানের সঙ্গে জড়িত। আপনারাও কাজ করেন মানুষের জীবন বাঁচাতে, রক্ত দিয়ে মানুষের সেবা করতে। আমরা মনেপ্রাণে চাই নোয়াখালীতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয় থাকুক। এতে মানুষেরই উপকার হবে। সব সংগঠনের সহযোগিতামূলক অংশগ্রহণই পারে ভালো কাজের ধারা বহাল রাখতে।’

পরে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাজকির হোসেন বন্ধুমহল ব্লাড ডোনারের সদস্যদেরকে নোয়াখালী বন্ধুসভা প্রকাশিত ভাঁজপত্র ‘হৃদ্যকথন’ উপহার দেন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা