বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সৈয়দপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে সৈয়দপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিন বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার সহসভাপতি আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক তাপস রায়, দপ্তর সম্পাদক রাইম, কার্যনির্বাহী সদস্য মমতাজ পারভীন, স্রোতস্বিনী রায়, শ্রাবণী রায়, লিয়ন খান, আল আমিনসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, সৈয়দপুর বন্ধুসভা