১৬ ডিসেম্বর বিজয় দিবস। বাঙালি জাতির মাথা তুলে সগৌরবে পৃথিবীর বুকে নিজের অস্তিত্ব প্রমাণের দিন। সারা দেশে দিনটি বিভিন্ন অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্যাপিত হয়।
প্রতিবছরের মতো এ বছরও চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা দিবসটি উদ্যাপন করতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আর্ট পেপার, রং ও শিশুদের জন্য নানা উপহার নিয়ে হাজির হন খুলশী কলোনির রেললাইনের পাশে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়া হোপ ফাউন্ডেশনের হোপ স্কুলে।
স্কুলের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন শেষে শিশুদের সঙ্গে মুক্তিযুদ্ধের গল্প করেন বন্ধুরা। এ সময় সবাইকে রঙের বাক্স ও শিক্ষা উপকরণ এবং নাশতা উপহার দেওয়া হয়।
এক শিক্ষার্থীর অভিভাবক নাসিমা বেগম বলেন, ‘আপনারা খুব সুন্দর একটা আয়োজন করেছেন। আমাদের বাচ্চারা এ ধরনের আয়োজন পছন্দ করে। আপনারা যেভাবে গল্পের আকারে ওদের শেখাতে পারেন, তা আমরা পারি না।’
আরেক অভিভাবক বলেন, ‘আমার ছেলে রঙের বাক্স কিনে দিতে বলেছিল; কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করেও কিনে দিতে পারি নাই। আপনাদের কাছ থেকে পেয়ে ও খুব খুশি হইছে।’
বিজয় দিবস উদ্যাপনের সার্বিক দায়িত্বে ছিলেন বন্ধু শাওন রায়, আতৃহার রহমান ও ঊষা বিনতে হোসাইন।
প্রচার সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা