ভাষা দিবসে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষাসৈনিক ও ভাষাশহীদদের স্মরণ করেছে পার্বতীপুর বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকালে বন্ধুরা প্রভাতফেরি বের করে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকালে প্রভাতফেরিতে অংশ নেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাষা নিয়ে কবিতা আবৃত্তি করেন বন্ধুরা। কেউ কেউ গান পরিবেশন করেন। পরে ‘একুশে ফেব্রুয়ারি’ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হয়েছেন আহমেদ ওমর ও মারিয়া জামান। তাঁদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপাল কুন্ডলা’ বই দুটি।

সব শেষে থাকে পাঠচক্র। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘তোমাদের এই নগরে’ বইটি নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা