মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প ‘ফেরিওয়ালা’ নিয়ে পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা। গত ২৯ মার্চ রাত ১০টায় অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা রেশমি।
গল্পের মূল চরিত্র একজন ফেরিওয়ালার, যিনি জীবিকার তাগিদে পথে পথে ঘুরে বেড়ান। তাঁর জীবন দুঃখ-কষ্টে ভরা। কিন্তু দারিদ্র্য তাঁকে যতই কষ্ট দিক না কেন, তাঁর মধ্যেও একধরনের আত্মসম্মানবোধ ও মানবিকতা রয়েছে। সমাজের উচ্চবিত্ত শ্রেণির মানুষেরা তাঁকে তুচ্ছতাচ্ছিল্য করে, অথচ তাদের হাতেই রয়েছে সমাজের সম্পদ ও ক্ষমতা। গল্পের মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায় সমাজের শ্রেণিভেদ, মানবিক মূল্যবোধ এবং নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতি জাগানোর চেষ্টা করেছেন।
গল্পটির প্রতিটি চরিত্র সম্পর্কে আলোচনা করেন বন্ধু শাহিদা রেশমি ও শান্ত দে। সাংগঠনিক সম্পাদক সানি তামজীদ বলেন, ‘“ফেরিওয়ালা” মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক ও বাস্তবতানির্ভর ছোটগল্প। যেখানে জীবনের কঠিন বাস্তবতা, দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও মানুষের বেঁচে থাকার সংগ্রাম ফুটে উঠেছে।’
দপ্তর সম্পাদক নয়ন চন্দ্র কুরী বলেন, ‘এই গল্পে লেখক দেখিয়েছেন, মানুষ শুধু অর্থ বা সামাজিক অবস্থানের জন্য বড় নয়, বরং তার জীবনযুদ্ধ, আত্মসম্মানবোধ ও সততাই তাকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে।’