ডেল কার্নেগির ‘বড় যদি হতে চান’ বই নিয়ে পাঠের আসর

ঝালকাঠি বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

যুক্তরাষ্ট্রের মিজৌরির এমারসন কাউন্টিতে ১৮৮৮ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন ডেল কার্নেগি। দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়ায় বালক বয়স থেকেই কাজ করেছেন খেতখামারে। এর মধ্যেও ওয়ারেন্সবার্গের সেন্ট্রাল মিজৌরি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে গেছেন। কলেজ শেষে জীবিকার তাগিদে বেকন, সাবান এবং লার্ড (শূকরের চর্বি মিশ্রিত করা) তৈরির কাজও করতে হয় আর্মর অ্যান্ড কোম্পানির জন্য। ফার্মের প্রধান হিসেবে অনেক সাফল্য লাভ ও ৫০০ ইউএস ডলার সঞ্চয়ের পর ১৯১১ সালে বহুদিনের লালিত স্বপ্ন অধ্যাপক হওয়ার জন্য বিক্রয় সেবার কাজটি ত্যাগ করেন তিনি।

কিছু ব্যর্থতার অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে যখন ওয়াইএমসিএর ১২৫ নম্বরে বাস করতে শুরু করেন, তখনই পাবলিক স্পিকিংয়ের ধারণাটি মাথায় খেলা করে কার্নেগির। সেই সময় মোট লভ্যাংশের ৮০ শতাংশের বিনিময়ে ওয়াইএমসিএর পরিচালকের কাছে শিক্ষা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এভাবেই ১৯১২ সাল থেকে কার্নেগি কোর্সের যাত্রা শুরু হয়। পুরো আমেরিকাবাসীর কাছে ধীরে ধীরে আত্মবিশ্বাস বৃদ্ধির পথ হয়ে ওঠে তাঁর পদ্ধতি। আমেরিকান এই লেখক তাঁর আত্ম-উন্নয়নমূলক প্রশিক্ষণ পদ্ধতি ও বইয়ের পাতায় আজও বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। ১৯৫৫ সালের ১ নভেম্বর আমেরিকান এই অধ্যাপক মৃত্যুবরণ করেন।

ডেল কার্নেগির ‘বড় যদি হতে চান’ বই নিয়ে পাঠের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ১ নভেম্বর বিকেলে জেলা সিটি পার্ক প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক।

পাঠের আসরে আলোচনা হয়, কীভাবে সফলতা এবং ব্যক্তিগত উন্নতি লাভ করা যায়। কীভাবে আত্মবিশ্বাস তৈরি করতে হয়, মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে হয় এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। বইটিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে—
নিজের প্রতি বিশ্বাস এবং ইতিবাচক মনোভাবের গুরুত্ব।
মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি ও রক্ষা করার কৌশল।
বিভিন্ন পরিস্থিতিতে শিখতে ও মানিয়ে নিতে সক্ষমতা।
জীবনের লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনের জন্য পরিকল্পনা।

বইটি আত্মোন্নয়ন এবং সমাজে সফল হতে চাওয়া ব্যক্তিদের জন্য একটি গাইড হিসেবে কাজ করে। ডেল কার্নেগি কেবল একটি নাম নয়—বিশ্বাস, আদর্শ, দুশ্চিন্তাহীন নতুন জীবনের নাম।

প্রতিবারের মতো এবারও সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন বন্ধু সুজন হোসাইন, সিমান্ত হিয়া ও শাকিল রনি। পাঠচক্র শেষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মো. রাফি, মিম খানম, সোহান খান, মেহেদী হাসান ও শাইখ পিয়ালসহ অন্যান্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা