ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্রে ‘পথের পাঁচালী’
‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। তাঁর অকৃত্রিম হাতের লেখার মাধ্যমে একটি সাধারণ গ্রামের দুই ভাই–বোনের বেড়ে ওঠার সাধারণ চিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে। যা পাঠকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে।
৯ অক্টোবর বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও লেখক ইফতেখার মাহমুদ। তিনি বলেন, ‘বইবিষয়ক আলোচনা নিঃসন্দেহে একটি ভালো কাজ। আমার মতে পাঠক যাঁরা আছেন, তাঁরা যে বইটি নিয়ে আলোচনা করবেন, সেই বইটিকে আগে উপলব্ধি করতে হবে। নিজের মনের সঙ্গে মিলিয়ে নিয়ে পড়তে হবে। তবেই বইটিকে অনুধাবন করতে পারবে।’ এ ছাড়া তিনি বন্ধুদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক কথা বলেন।
পাঠচক্রে আরও ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ওয়াসিমুল কবির, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, বন্ধু জান্নাতুল ফেরদৌস, রেদওয়ান আহমেদ, বায়েজীদ আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, আমিরুল ইসলামসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা