ভালোবাসা শুধু সম্পর্কের নয়, জীবন ও অনুভূতিরও এক বিশাল অধ্যায়। সেই ভালোবাসাকে ঘিরে চট্টগ্রাম বন্ধুসভার কক্ষে আয়োজিত হলো ‘ভালোবাসাময় সন্ধ্যা’ শিরোনামের একটি বিশেষ অনুষ্ঠান। ১৬ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হয়।
বন্ধুরা ভালোবাসার নানা দিক নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। কেউ শেয়ার করেছেন প্রিয়জনের প্রতি ভালোবাসার কথা, কেউ-বা প্রকৃতি, কাজ কিংবা সৃষ্টির প্রতি গভীর অনুরাগের কথা।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে বন্ধু প্রিয়াংকা মহাজন তাঁর সন্তানের প্রতি ভালোবাসার গল্প শোনান। তিনি জানান, সন্তানের জন্যই কর্মজীবন থেকে সরে এসে তাকে ঘিরেই নিজের ভবিষ্যৎ দেখছেন। ভালোবাসার এই ত্যাগ ও সংযোগের কথা শুনে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
উপদেষ্টা শিহাব জিসান বলেন, ‘ভালোবাসা শুধুই পাওয়া নয়, এটি পারস্পরিক বিশ্বাস, আস্থা ও ত্যাগের এক অভূতপূর্ব সমন্বয়।’
সভাপতি ইব্রাহিম তানভীর তাঁর দীর্ঘদিনের বন্ধুসভার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারপর আবৃত্তি করেন পূর্ণেন্দু পত্রীর কবিতা ‘সেই গল্পটা’। বন্ধু আনসারির লেখা একটি হৃদয়ছোঁয়া চিঠি পাঠ করেন বহ্নি শিখা।
সাংস্কৃতিক পরিবেশনার অংশে বন্ধু তুষার কবীর পরিবেশন করেন কালজয়ী গান ‘ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়’। দ্বৈত আবৃত্তিতে বন্ধু তুষার ও নুরশান নুর শোনান বুদ্ধদেব বসুর ‘চিল্কায় সকাল’ কবিতাটি, যা উপস্থিত সবাইকে মোহিত করে।
সংগীতের আবহে বন্ধু জয় গিটারের সুরে উপস্থাপন করেন অখিলবন্ধু ঘোষের জনপ্রিয় গান ‘যেন কিছু মনে কোরো না’। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই একসঙ্গে গেয়ে ওঠেন ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ ও ‘নিথুর মনোহর’ গান।
সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক নুরজ্জামান খান ভালোবাসার শক্তি ও বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ভালোবাসা কেবল এক দিনের বিষয় নয়, এটি প্রতিদিনের অনুভূতি।’
অনুষ্ঠানের সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন কৌশিক দাশ ও ঊষা বিনতে হোসাইন।
প্রশিক্ষণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা