ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় বন্ধুদের

সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

পরিকল্পিত পন্থা, প্রত্যেকের ভাবনা ও পরিকল্পনাকে সমন্বয় করে বাস্তবায়নের মাধ্যমে ভালো কাজে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

সভাপতি মোশাররফ খান বলেন, ‘আমরা পরিকল্পিত পন্থায় আগামী এক বছর কাজ করব। ঢাবি বন্ধুসভাকে সেরা বন্ধুসভার অন্যতম হিসেবে গড়ে তুলব। এ লক্ষ্য পূরণে আমাদের প্রত্যেক বন্ধুকে একসঙ্গে কাজ করতে হবে। সব কর্মকাণ্ডে বন্ধুদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।’

সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন, ‘আমরা বন্ধুসভার প্রত্যেকের ভাবনা ও পরিকল্পনাকে সমন্বয় করেই এগিয়ে যাব।’

প্রচার সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘আমরা নতুন বছরের শুরুতেই ঢাবি বন্ধুসভায় নতুন বন্ধুদের আহ্বান করব। সেই লক্ষ্যে ক্যাম্পাসে ব্যাপকভাবে প্রচারণা চালাব।’

এ ছাড়া সভায় উপস্থিত অন্য বন্ধুরা আগামী এক বছরে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা