ভালো কাজের প্রতিযোগিতায় বন্ধুরা

ঝিনাইদহ বন্ধুসভার উদ্যোগে অসচ্ছল দবির মণ্ডলকে একটি ভ্যানগাড়ি উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

ভ্যান চালিয়ে সংসারের খরচ নির্বাহ করতেন রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়ার বাসিন্দা ওমর ফারুক (৩৩)। সেই রোজগারের পথ কয়েক মাস ধরে বন্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে এখন শয্যাশায়ী ফারুক। চিকিৎসা–সহায়তা দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে রংপুর বন্ধুসভা। একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলামীপুর গ্রামের পোশাকশ্রমিক সোহাগ মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জ বন্ধুসভা। বন্ধুরা পরিবারটিকে দেখতে গেলে সোহাগ মিয়ার মা রোকেয়া বেগম বলেন, ‘পুলাডার লাইগ্যা কানতে কানতে চোখের পানি শুকাই গেছে রে বাপধন। ওখন পুলার বয়সী কেউরে ধারেকাছে দেখলে শান্তি পাই। সোহাগডারে হারাইবার পরে তোমরার মতোন অনেকেই আইয়া দেইখ্যা যায়। মনের হাহাকার কিছুডা কমে। মনে কয় তোমরার মাঝেই আমার পুলাডা বাইচ্যা আছে।’

খুলনা বন্ধুসভার উদ্যোগে দিঘলিয়ার পানিগাতী গ্রামের একটি অসচ্ছল পরিবারকে দুই কক্ষবিশিষ্ট একটি আধা পাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে
ছবি: বন্ধুসভা

খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের সবুজ মোড়ল দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। একচালা একটি রান্নাঘরে বিশেষ চাহিদাসম্পন্ন এক সন্তানসহ তিনি চার সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন। ঘরটির এক পাশ ধসে পড়ে। দীর্ঘদিন ধরে বেশ কষ্টে বাস করছিলেন তাঁরা। ভালো কাজের অংশ হিসেবে সবুজ মোড়লকে দুই কক্ষবিশিষ্ট একটি আধা পাকা টিনশেড ঘর নির্মাণ করে দিয়েছে খুলনা বন্ধুসভা। বন্ধুদের আর্থিক সহায়তা ও শারীরিক পরিশ্রমে ঘরটি নির্মিত হয়। সবুজ মোড়লের স্ত্রী মনিরা বেগম নতুন ঘর চোখের সামনে হতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘বিয়ের পর থ্যাকি মাটির এই ঘরে আছি। ভাঙ্গি পড়িছে, তারপরও টাহা না থাকায় ঠিক করতি পারিনি। এ রকম পাকা বাড়ির কথা কখনো স্বপ্নেও দেখিনি। আমরা জীবনেও এমন ঘর তৈরি করতি পাত্তাম না।’

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঠাকুরগাঁও বন্ধুসভার স্মৃতিসৌধ নির্মাণ
ছবি: বন্ধুসভা

ভালোর সাথে আলোর পথের পথচলায় প্রথম আলো ২৬ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ৪ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে। কেবল ঢাকাতেই নয়, সারা দেশে বন্ধুসভার আয়োজনে ৮৩টি জায়গায় উদ্যাপন করা হবে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথম আলোর পাশাপাশি বন্ধুসভাও এখন ২৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ১১ নভেম্বর বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৮ সালে প্রথম আলো প্রতিষ্ঠার আগেই বন্ধুসভার সৃষ্টি হয়। শুরুর দিকে প্রথম আলো পত্রিকা বন্ধুসভার বন্ধুরাই পাঠকের হাতে হাতে পৌঁছে দিয়েছিলেন। এখন ১৪০–এর অধিক বন্ধুসভা দেশ ও দেশের বাইরে সর্বত্র কাজ করছে। তাইতো প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সব সময় বলে থাকেন, প্রথম আলোর প্রধান শক্তি বা প্রাণশক্তি হলো বন্ধুসভা।

২৬ বছর ধরে বন্ধুসভা একঝাঁক সাহসী, উদ্যমী, প্রত্যয়ী ও স্বপ্নবান তরুণ নিয়ে কাজ করে যাচ্ছে। তৈরি করেছে অসংখ্য মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ। যাঁরা নিজেদের দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি কাজ করছেন মানুষ ও পৃথিবীর জন্য। প্রতিবছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের বন্ধুসভাগুলো ‘একটি ভালো কাজ’ করে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। ধরন, প্রভাব, বিস্তৃতি ও স্বাতন্ত্র্য বিবেচনায় নিয়ে সৃজনশীল ও মানবিক অসংখ্য কাজ করেছেন বন্ধুরা।

রাউজান বন্ধুসভার উদ্যোগে উপজেলার নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়
ছবি: বন্ধুসভা

‘ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন’ গঠন করেছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা। ফাউন্ডেশনে এরই মধ্যে ২০০ রক্তদাতা বন্ধু নাম নিবন্ধন করেছেন। এই ব্লাড ব্যাংক নিয়মিত মুমূর্ষু রোগীদের বিনা মূল্যে রক্ত সরবরাহসহ থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার সহায়তা ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিয়মিত চিকিৎসা ক্যাম্প আয়োজন করবে। রোগীদের ওষুধ বিতরণ করবে। এ কার্যক্রম চলবে বছরজুড়ে।

বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য পরিচালিত একটি স্কুলের অর্ধশতাধিক শিশু-কিশোরকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও তাদের মধ্যে ওষুধ বিতরণ করে নারায়ণগঞ্জ বন্ধুসভা।

জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সড়কে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদের মধ্যে চিকিৎসাসেবা দেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা।

দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে মেধাবী শম্পার স্বপ্নপূরণে একটি সেলাই মেশিন উপহার দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসকে ধরে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। পাশাপাশি তাঁরা তিনজন নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদের বাসায় পাপোশ বানানোর মেশিন সেট করে কাঁচামাল, সুতা প্রদান এবং পণ্য উৎপাদনের পর তা বাজারজাতকরণে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মধ্যস্থতাও করে দেন বন্ধুরা।

ভালো কাজের অংশ হিসেবে চারটি ইউনিয়নের ২৬টি গ্রামের ১৩০ দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীকে কাপড় ও পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দিয়েছে সাতক্ষীরা বন্ধুসভা।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক উল্যাহ ও আমেনা খাতুন দম্পতির ঘরের চাল বন্যার পানিতে ভেসে যায়, ভেঙে পড়ে চারপাশের বেড়া। আশ্রয় নিতে হয় প্রতিবেশীর পরিত্যক্ত একটি ঘরে। পরিবারটির ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ দিয়ে সহায়তা করে লক্ষ্মীপুর বন্ধুসভা।

নওগাঁ বন্ধুসভার উদ্যোগে নিয়ামতপুর উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের হাঁসের বাচ্চা উপহার
ছবি: বন্ধুসভা

পুষ্টি চাহিদা পূরণ ও সচ্ছলতা আনতে অসচ্ছল পরিবারের ৫০ শিক্ষার্থীকে ৮টি করে মোট ৪০০ হাঁসের বাচ্চা উপহার দিয়েছে নওগাঁ বন্ধুসভা। বন্ধুরা মনে করেন, হাঁস পালন করে মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব।

বোনদের পড়াশোনা করানোর ইচ্ছে পূরণে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিশোরী জুলি আক্তারকে সেলাই মেশিন উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। মেধাবী শিক্ষার্থী শম্পা আক্তারের স্বপ্নপূরণে তাঁর কর্মসংস্থানের জন্য দিনাজপুর বন্ধুসভার পক্ষ থেকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

লালনপালনের জন্য আছিয়া বেগমকে একটি ছাগল উপহার দিয়েছে লালমনিরহাট বন্ধুসভা। পাশাপাশি নিত্যদিনের চাহিদা মেটানোর জন্য ২৫ কেজি চাল দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের চার কন্যাসন্তানের পিতা দবির মণ্ডল (৫৫)। দীর্ঘদিন আগে সড়ক দুর্ঘটনায় তাঁর ডান হাতটি পঙ্গু হয়ে যায়। সেই থেকে পরিবারের উপার্জনের জন্য এক হাতের ওপর ভরসা করে ভ্যানগাড়ির চালক হিসেবে রাস্তায় নামেন তিনি। সম্প্রতি ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। তাঁকে নতুন একটি ভ্যানগাড়ি কিনে দিয়েছেন ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরা।

লালমনিরহাটের আদিতমারীর সাপ্টিবাড়ির গীলাবাড়ি গ্রামের বাসিন্দা আছিয়া বেগম (৭৭) অন্যের বাড়িতে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বয়স হয়ে যাওয়ায় এখন সেটা করতে পারছেন না। লালনপালনের জন্য আছিয়া বেগমকে একটি ছাগল উপহার দিয়েছে লালমনিরহাট বন্ধুসভা। পাশাপাশি নিত্যদিনের চাহিদা মেটানোর জন্য ২৫ কেজি চাল দেওয়া হয়।

‘বন্ধু পাঠাগার’ স্থাপনের পর চা-বাগানের শিক্ষার্থীদের সঙ্গে সিলেট বন্ধুসভার বন্ধুরা
ছবি: আকাশ

লাক্কাতুরা চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ে ‘বন্ধু পাঠাগার’ স্থাপন করেছে সিলেট বন্ধুসভা। পাঠাগারটিতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জ্ঞানার্জনের জন্য বিভিন্ন ধরনের ৭৫০টি বই রাখা হয়েছে। নোয়াখালী বন্ধুসভা জেলা সদরের হরিনারায়ণপুর খালপাড়সংলগ্ন পূর্ব মহোদুরী গ্রামে ‘আলোর পাঠাগার’ স্থাপন করেছে।

বছরজুড়েই বন্ধুদের ভালো কাজের এই ধারা অব্যাহত থাকে। নিজেদের অর্থায়নে তাঁরা প্রতিবছর সহমর্মিতার ঈদ, পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ, বইমেলার আয়োজন, সেতুর সংযোগ সড়ক নির্মাণ, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা, ত্রাণ বিতরণ, বিভিন্ন আত্মোন্নয়নমূলক কর্মশালা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন, মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মসূচি, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার-বিষয়ক কর্মশালা, পাঠচক্র, মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাদকবিরোধী প্রচারণাসহ অসংখ্য কাজ করে থাকেন। এ ছাড়া চিত্তের বিকাশ ঘটানোর জন্য নাচ, গান, বই পড়া ও চলচ্চিত্র দেখা, শিল্প-সাহিত্য, খেলাধুলা, সংস্কৃতি ও জ্ঞানবিজ্ঞানের চর্চা করেন বন্ধুরা। সর্বোপরি বন্ধুরা মানবকল্যাণে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখেন। বন্ধুরা জানেন কীভাবে নিজের আলো দিয়ে চারপাশকে আলোকিত করতে হয়।