পটিয়া বন্ধুসভার ঈদ আনন্দ ও সাহিত্য আড্ডা

পটিয়া বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

আকাশে ছিল হালকা মেঘের ভেলা, বাতাসে বসন্তের মতো স্নিগ্ধতা। সবুজের গালিচা বিছানো মাঠে, ফুলের হাসিতে মুখর বাগানে পটিয়া বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক অনবদ্য ঈদ আনন্দ ও সাহিত্য আড্ডা। ছিল হৃদয়ের গহিন থেকে উৎসারিত বন্ধুত্ব আর সংস্কৃতির সম্মিলন।

৫ এপ্রিল বিকেলে প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের বাসভবনে অনুষ্ঠিত হয় এ আড্ডা। ঘরের আঙিনা, যেখানে বাগানের কুসুমেরা হাসে, সেখানে মেলে ধরা হয় ঈদের আনন্দঘন আয়োজনে এক চমৎকার স্বাগত। রাজ্জাক ভাইয়ের সহধর্মিণীর হাতের সুস্বাদু নানা রকম নাশতা অতিথিদের মুখে রেখে দেয় ভালো লাগার দীর্ঘ প্রশান্তি।

সঞ্চালনা করেন পটিয়া বন্ধুসভার সভাপতি ফারুক আহমেদ। সাহিত্য আড্ডা প্রাণ পায় লেখক ও গবেষক রশীদ এনামের চিন্তামূলক কথনে। সাহিত্য হয়ে ওঠে সমাজের আয়না, মানুষের প্রাণের ভাষা। তিনি যে গভীরতা নিয়ে কথা বলেন, তা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আড্ডাকে আরও প্রাণবন্ত করে তোলে উপদেষ্টা কাজী সোহেল, আফরোজা এনাম ও আনছার উদ্দিনের মূল্যবান বক্তব্য। বন্ধু সুফি মোহাম্মদ রেজা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সুরে গেয়ে ওঠেন ‘নাশিদ’; প্রকৃতি, মানুষ আর সংগীত এক সুরে মিলেমিশে যায়। গানে সুর তোলেন ফারুক আহমেদ, যাঁর কণ্ঠে মিশে ছিল পটিয়ার মাটির ঘ্রাণ।

পটিয়া বন্ধুসভার ঈদ আনন্দ ও সাহিত্য আড্ডা
ছবি: বন্ধুসভা

দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা আবদুর রাজ্জাক ভাই, প্রান্ত বড়ুয়া চৌধুরী, নিউটন দে ও সাধারণ সম্পাদক আইরিন সুলতানা। তাঁদের কথায় উঠে আসে, বন্ধুসভার ভবিষ্যতের রূপরেখা ও বন্ধুত্বের দীপ্তি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শচীন দে, সাংগঠনিক সম্পাদক মোকাররম রিজুয়ান, দপ্তর সম্পাদক জেবু চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মো. সোলায়মান, প্রচার সম্পাদক মো. রাশেদুল্লাহ, ম্যাগাজিন সম্পাদক তানাস চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আহনাফ ও জিন্নাত আরা। অতিথিদের মধ্যে ছিলেন শহিদুল ইসলাম, সৈয়দ তালুকদার খোকন, মিশকাতুল ইসলাম, সাইফুর রহমান, সিয়াম, সানজিদা খানমসহ আরও অনেকে।