ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মরণে আলোচনা সভা

আলোচনা সভার শুরুতে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উনিশ শতকের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসংস্কারক, সংস্কৃত পণ্ডিত, লেখক ও জনহিতৈষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মবার্ষিকী ছিল ২৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে প্রথম আলোর সাতক্ষীরা অফিসে ‘একুশ শতকের বাঙালি হৃদয়ে বিদ্যাসাগর’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।

শুরুতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান বন্ধুরা। পরে আলোচনা সভায় বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভা বন্ধু সালাউদ্দিন রানা, তাসনিয়া তন্নী, সিফাত হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, ম্যাগাজিন সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা সেতু, আজিজুল হক, তৌফিক ওমর, শাহীন আলম, আবু তাহের, ইফতি জামিল, সোমা রানী, প্রশান্ত পাল, কামরুজ্জামান ইব্রাহিম প্রমুখ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মরণে আলোচনা সভা
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা সম্পা গোস্বামী বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক উল্লেখ করেন। পাশাপাশি তিনিসহ অন্য মনীষীদের জীবনী চর্চার প্রাসঙ্গিকতা সুন্দরভাবে তুলে ধরেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ আইকনই নন, পিতৃতান্ত্রিক সমাজের জাল ছিন্ন করে প্রবর্তন করলেন বিধবা বিবাহের। লিখলেন ‘বর্ণপরিচয়’, অশিক্ষার অন্ধকার থেকে বের করে আনলেন মেয়েদের।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা