বন্ধুদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ

সাংগঠনিক সভা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সাংগঠনিক সভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন বন্ধুরা।

সহসাংগঠনিক সম্পাদক অনিক সরকারের সঞ্চালনায় পরিচয় পর্বের মাধ্যমে সভা শুরু হয়। একে একে বন্ধুরা আগামী দিনগুলোর কর্মপরিকল্পনা ও সেই অনুযায়ী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন।

সহসভাপতি‌ নুসরাত পাইরিন বন্ধুদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মশালা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের গতিশীলতা বেগবানের লক্ষ্যে বন্ধুদের অংশগ্রহণ ও সক্রিয়তা কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আলোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ হাসান।

সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহি হাসান চৌধুরী বলেন, ‘আশা করি, বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে প্রথম আলো বন্ধুসভা তাদের ভালো কাজ অব্যাহত রাখবে। তোমাদের হাত ধরে বন্ধুসভা এগিয়ে যাবে অনেক দূর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা পরিণত হবে সারা বাংলাদেশের কাছে আদর্শ হিসেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলী আকরাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাসলিমা আক্তার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক পপি ভৌমিক, দপ্তর সম্পাদক সাবিত হাসান, প্রচার সম্পাদক জয় প্রকাশ মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক বিনয় সূত্রধর, প্রশিক্ষণ সম্পাদক ইজাজ বিন হোসাইন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক ফাহমিদা ফীমা, ‌কার্যনির্বাহী সদস্য আফরিন সুলতানাসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা