ভালোবাসা দিবসে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি

ভালোবাসা দিবসে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বিশ্ব ভালোবাসা দিবসে সমাজের পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও সাংস্কৃতিক আড্ডা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৪ ফেব্রুয়ারি বরিশাল নগরীর কর্ণকাঠির আমীন কলোনিতে এটি অনুষ্ঠিত হয়।

আয়োজনের সূচনা হয় শিশুদের সঙ্গে পরিচিতি পর্ব দিয়ে। এরপর সাংস্কৃতিক আড্ডা। শিশুরা তাদের নানা প্রতিভার প্রকাশ ঘটায় এবং বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

শিশুদের উদ্দেশে বন্ধুরা অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তাদেরকে সুস্থ–সুন্দরভাবে বেড়ে ওঠার বিষয়ে আলোকপাত করেন। সভাপতি পূজা রায় বলেন, ‘ভালোবাসা দিবসে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা আমাদেরকে পূর্ণতা দিল। কারণ, শিশুদের হাসিমুখ ছাড়া সবকিছুই যেন অসম্পূর্ণ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাহেদ শাহরিয়া, সহসভাপতি মোরশেদুল বলম, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ দত্ত, সহসাংগঠনিক সম্পাদক পিয়াস রহমান, প্রচার সম্পাদক তামিম রহমান, অর্থ সম্পাদক মাহিন ফয়সাল, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাইফ উদ্দিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক নাজরিল রাহিম, সাংস্কৃতিক সম্পাদক তাজকিরাতুন নূর, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, কার্যনির্বাহী সদস্য আশিকুল ইসলাম, হাবিবুর রহমান ও আসলাম উদ্দিনসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা