মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ বন্ধুসভার মূকাভিনয় প্রদর্শন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মূকাভিনয় প্রদর্শন করে নারায়ণগঞ্জ বন্ধুসভা।
‘তৃতীয় পক্ষ’ ও ‘ভিজ্যুয়াল লাইফ’ নামের মূকাভিনয় দুটি রচনা ও নির্দেশনা দেন উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাস। সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে ‘তৃতীয় পক্ষ’- এর গল্প সাজানো। অপর দিকে মুঠোফোনে আসক্তির ফলে বাড়িতে বয়স্ক মানুষ যেভাবে অবহেলার শিকার হচ্ছে, তার ওপর নির্ভর করে সাজানো হয় ‘ভিজ্যুয়াল লাইফ’-এর গল্প।
মূকাভিনয়ে অংশ নেন সভাপতি নয়ন আহমেদ, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌন লাকি, বন্ধু আবদুল জাব্বার, নীল, অরিন্দম ও মাইশা পাঁপড়ি।
সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা