‘একুশ, একাত্তর ও বঙ্গবন্ধু’ বই নিয়ে পাঠচক্রের আসর

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পাঠচক্র ও আলোচনা সভা করেছে দিনাজপুর বন্ধুসভা। ১৭ মার্চ প্রথম আলোর দিনাজপুর অফিসে অনুষ্ঠিত এই পাঠের আসরের বিষয় ছিল সরদার ফজলুল করিমের লেখা বই ‘একুশ, একাত্তর ও বঙ্গবন্ধু’ এবং প্রথম আলো পত্রিকায় প্রকাশিত কলাম ‘ধন্য সেই পুরুষ’।

শুভেচ্ছা বক্তব্যে সভাপতি শুভ রায় বলেন, ‘সবাইকে দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শকে নিজের মধ্যে লালিত করতে হবে। ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি সংগঠন করে আমরা বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারি; যা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক সহায়ক হবে।’

সরদার ফজলুল করিম তাঁর লেখা বইয়ে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে মহান মুক্তিযুদ্ধের সময়কালে তাঁর অসামান্য অবদানের কথা উল্লেখ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা। তিনি আমাদের মতোই একজন রক্তে-মাংসে গড়া মানুষ হয়েও বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যে অবদান রেখে গেছেন, তা বাংলাদেশিরা কখনো ভুলবে না।

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

দিনাজপুর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও দিনাজপুর বন্ধুসভার শুভাকাঙ্ক্ষী রায়হানুল হক বলেন, ‘বর্তমান সময়ে ইংরেজি এবং আইটি বিষয়ে দক্ষ হলে, নিজের মধ্যে আলাদা একধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। বর্তমান সমাজে বা কর্মস্থলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ভাষার শুদ্ধ উচ্চারণ করা ও জানা অত্যন্ত আবশ্যক।’

পাঠচক্র ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু, সহসভাপতি সুব্রত সরকার, সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ানা চৌধুরী সাবা, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক শেফা, সাংস্কৃতিক সম্পাদক ব্রততী বিশ্বাস, প্রশিক্ষণ সম্পাদক বিপ্লব রায়, বন্ধু কৃষ্ণ রায়, সুমন্ত, জুই, বিরোশ, উৎস, ডালিম, বিধান, সৃজন, সচ্ছ, সজীবসহ অন্য বন্ধুরা।

মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা