‘বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। যত বেশি বই পড়া যাবে, তত বেশি জ্ঞানের প্রসার বাড়বে। তবে শুধু বই পড়লেই হবে না, বই নিয়ে আমাদের জ্ঞানের পরিধি কতটুকু বাড়ল, তা যাচাই করা জরুরি,’ বলছিলেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু।
পাঠচক্র বন্ধুসভার নিয়মিত আয়োজনের একটি। প্রতিটি পাঠের আসরে নির্দিষ্ট একটি বই পাঠ ও সেটি নিয়ে আলোচনা করেন বন্ধুরা। আলোচনা হওয়া এমন দুটি বই নিয়ে গত ২৫ জুন ‘পাঠচক্র কুইজ’ আয়োজন করে দিনাজপুর বন্ধুসভা। মূলত বন্ধুদের জ্ঞানের পরিধি যাচাই করতেই এ উদ্যোগ।
প্রথম আলোর দিনাজপুর অফিসে অনুষ্ঠিত এবারের পাঠচক্র কুইজের বিষয় ছিল হুমায়ুন আজাদের ‘লাল নীল দীপাবলি’ ও বেগম রোকেয়ার ‘অবরোধবাসিনী’ বই দুটি। বিজয়ী হয়েছেন বন্ধু দীপু রায়, তৌফিক হক ও জিম হাসান। পুরস্কার হিসেবে তাঁদেরকে বই উপহার দেওয়া হয়।
সভাপতি শুভ রায় বলেন, ‘পাঠচক্রের মাধ্যমে আমরা যেমন নিজেদের কথা বলার দক্ষতা, লেখালেখির কৌশল, বানান শুদ্ধকরণ ইত্যাদি বিষয় শিখতে পারি, তেমনই নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারি। কুইজের মাধ্যমে বন্ধুরা আরও একটি নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। এই অভিজ্ঞতা ফলপ্রসূ হলে কুইজ ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।’
অনুভূতি জানিয়ে বিজয়ী দীপু রায় বলেন, ‘মাসখানেক পর অনার্স শেষ হবে। বিসিএসের প্রস্তুতি নিচ্ছি। “লাল নীল দীপাবলি” বইটি সেভাবে পড়া হয়নি। কিন্তু কুইজের জন্য বইটি ভালোভাবে পড়েছি। যা আমার চাকরি পরীক্ষায় কাজে লাগবে। এ রকম আয়োজন আরও চাই।’
সহসভাপতি সুব্রত সরকারের তত্ত্বাবধানে পাঠচক্র কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, সাংস্কৃতিক সম্পাদক ব্রততী বিশ্বাস, প্রশিক্ষণ সম্পাদক বিপ্লব রায়, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শুভজিৎ রায়, বন্ধু সাব্বির হাসান, বেলালুর রহমানসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, দিনাজপুর বন্ধুসভা