মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘মুক্তির গল্প’

পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাজীপুর বন্ধুসভার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘মুক্তির গল্প’ছবি: বন্ধুসভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘মুক্তির গল্প’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছে গাজীপুর বন্ধুসভা। ২৭ অক্টোবর পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৩৬ শিক্ষার্থী অংশ নেয়। পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন খান বলেন, ‘দেশকে স্বাধীন করতে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। বন্ধুসভার এই আয়োজনের মাধ্যমে শিশুরা মুক্তিযুদ্ধের গুরুত্ব অনুধাবন করতে পারবে।’

সহকারী শিক্ষক মাসুদ আলম বলেন, ‘বন্ধুসভার কার্যক্রম শিশুদের স্বেচ্ছাশ্রম ও ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করবে।’

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন গাজীপুর বন্ধুসভার উপদেষ্টা মণ্ডল মাধব চন্দ্র। তিনি শিশুদের উদ্দেশে বই পড়ার সুফল নিয়ে আলোচনা করেন। বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আরও আয়োজন করা উচিত, যাতে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে।’

পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাজীপুর বন্ধুসভার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘মুক্তির গল্প’
ছবি: বন্ধুসভা

প্রতিযোগিতার মাধ্যমে বেশ কয়েক শিক্ষার্থী তাদের সৃজনশীলতা প্রদর্শন এবং চমৎকার সব চিত্রকর্ম উপস্থাপন করে। সেরা পাঁচজনকে বই পুরস্কার দেওয়া হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা, সহসভাপতি সজীব চৌধুরী, সাধারণ সম্পাদক আরাফাত মণ্ডল, কার্যনির্বাহী সদস্য সামিউল ইসলাম, বন্ধু মোস্তাফিজুর রহমান, তানভীর হাসান, ঝর্ণা হিয়া, আনফাল জীম ও মেহেদী হাসান।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা