‘প্রথম আলো দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নতুন জীবনের আলো দেখায়’

নিজেদের আঁকা ছবি দেখাচ্ছে শিশুরা
ছবি: বন্ধুসভা

‘প্রথম আলোর সাথে পথচলা ছাত্রজীবন থেকে। শেখার জন্য পড়া শুরু করি পত্রিকাটি। এখন যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো। প্রথম আলোর সাথে এ পথচলা অব্যাহত থাকবে।’ প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে এভাবে নিজের অনুভূতি ব্যক্ত করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা।

‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে গতকাল বুধবার উপজেলা সদর ধানগড়ায় শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমি চত্বরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে রায়গঞ্জ বন্ধুসভা। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিজয় কুমার সাহা।

পুরস্কার হাতে বিজয়ীরা
ছবি: বন্ধুসভা

রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, প্রথম আলো পড়লেই সবকিছু জানা যায়। সমাজের ও দেশের পিছিয়ে পড়া মানুষের আশার অবলম্বন হয়ে সামনে দাঁড়ায় তারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জহুরুল ইসলাম বলেন, প্রথম আলো মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান বলেন, প্রথম আলো শুধু সংবাদ পরিবেশন করে না, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নতুন জীবনের আলো দেখায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আলহাজ আহমেদ।

অনুষ্ঠানে ২৫ বার রক্তদান করায় জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রথম আলোতে প্রকাশিত আলোচিত বিভিন্ন প্রতিবেদন ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে নাচ পরিবেশন করেন তিতুমীর হাসান, সিথী মোহন্ত ও মাহাতোদের সাংস্কৃতিক দল ঝুমুর। গান গেয়ে শোনান অংসী রানী। র‌্যাফল ড্রর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হক, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থা ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা, ধানগড়া মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম, বেল্লাল হোসেন, অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক তাপস কুমার, প্রভাষক শিশির কুমার, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার, ধানগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ সরকার, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, সাবেক সভাপতি টি এম কামরুজ্জামান ও দীপক কুমার, প্রবীণ সাংবাদিক আবদুস সাত্তার, আবু হাশিম, এস এম হাসানুজ্জামান, নাজমুল হাসান, রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার মাহাতো, সহসভাপতি মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রথম আলোর প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।

সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা