সৈয়দপুর বন্ধুসভার আয়োজনে চার দিনব্যাপী বইমেলা

মাঠজুড়ে এক–একটি স্টলে আগত দর্শনার্থীরা জটলা বেঁধে পছন্দের বই দেখেন, কেনেনছবি: বন্ধুসভা

নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী বন্ধুসভা বইমেলা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর বন্ধুসভার আয়োজনে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলে আজ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুষ্ঠিত হয় শহরের বিমানবন্দর সড়কের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে।

২১ ফেব্রুয়ারি দুপুরে বইমেলার উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক। প্রথমা প্রকাশনের সহযোগিতায় বইমেলায় ছিল হরেক রকমের বইয়ের সমাহার। স্কুল-কলেজে পড়ুয়া নানা বয়সী বিপুলসংখ্যক শিক্ষার্থী ভিড় করেন মেলায়। মাঠজুড়ে এক–একটি স্টলে আগত দর্শনার্থীরা জটলা বেঁধে পছন্দের বই দেখেন, কেনেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক আহসান হাবিব। সৈয়দপুর বন্ধুসভার সভাপতি শ্রাবণীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপদেষ্টা সাবিনা সালাম ও কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন কুমার দাস প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা শিউলি বেগম, ফাতিমা পারভীন মুক্তি, হাফিজা খাতুন, আহমেদা ইয়াসমিন ইলা ও হোসনে আরা লিপি প্রমুখ। সঞ্চালনা করেন বইমেলা সম্পাদক আসাদুজ্জামান।