শীতে গরম পিঠার স্বাদ পেল শিশুরা

নওগাঁ বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পিঠা উৎসবছবি: বন্ধুসভা

প্রথম আলো নওগাঁ বন্ধুসভার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। ১২ জানুয়ারি সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যে পিঠা বিতরণ করা হবে, তা আগেই শিক্ষকদের মাধ্যমে বিদ্যালয়টির সুবিধাবঞ্চিত ৬০ শিশুকে জানানো হয়েছিল। সে অনুযায়ী গতকাল শুক্রবার সকালে পিঠা নিয়ে যেতেই ভিড় করে শিশুরা।

শিশুদের মধ্যে গরম গরম ভাপা, পাকান ও পুলি পিঠা বিতরণ করা হয়
ছবি: বন্ধুসভা

আয়োজনে উপস্থিত ছিলেন নওগাঁর তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, নওগাঁ বন্ধুসভার ২০২৩ কমিটির সভাপতি রাবেয়া আফরোজ, সাধারণ সম্পাদক ওছিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সুস্মিতা সাহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুনিরা নাহিদ প্রমুখ। তাঁরা শিশুদের হাতে গরম গরম ভাপা, পাকান ও পুলি পিঠা বিতরণ করেন।

আয়োজন শেষে বন্ধুসভার নবনির্বাচিত সভাপতি আর্নিকা নাওয়ার বলেন, ‘শীতের পিঠা আমাদের ঐতিহ্য। কিন্তু সুবিধাবঞ্চিত শিশুরা নানা রকম পিঠার স্বাদ থেকে বঞ্চিত হয়। এই শীতে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য বন্ধুসভার পক্ষ থেকে এ আয়োজন।’

সহসভাপতি, নওগাঁ বন্ধুসভা