দুর্যোগ মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা ও অগ্নিকাণ্ডে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ মহড়া করেছে চট্টগ্রামের পটিয়া বন্ধুসভা। ২২ অক্টোবর ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন বন্ধুসভার বন্ধু ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ২০০ জন।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ। প্রশিক্ষণে সহায়তা করে পটিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার প্রদীপ ত্রিপুরার নেতৃত্বে ও প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি দল এই মহড়া পরিচালনা করেন।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের মধ্যে যেকোনো দুর্যোগে প্রাথমিকভাবে উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও অগ্নিকাণ্ড সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়। ঘরবাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুন কীভাবে নির্বাপণ করা হয়, স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ অফিস ও কক্ষে অগ্নিনির্বাপণে ফায়ার এক্সটিংগুইশারের সঠিক নিয়ম ও কৌশল শেখানো হয়। এ ছাড়া ভূমিধস, পাহাড়ধস, পুকুর-নদীতে পড়ে গেলে বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কীভাবে রেসকিউ করতে হয়, সে সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা প্রদান ও আলোচনা করা হয়।
আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহনাজ আক্তার বলেন, ‘নিঃসন্দেহে একটি ভালো কাজ হিসেবে শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় প্রশিক্ষণ। এর মাধ্যমে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। শিক্ষার্থীরাও এই প্রশিক্ষণে বেশ উৎফুল্ল ছিল।’
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, সিনিয়র সহকারী শিক্ষক শাহনাজ বেগম, সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, সুরজিত দাশ গুপ্ত, আবু ছিদ্দিক, পটিয়া বন্ধুসভার সভাপতি মানবেন্দ্র ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আইরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক মোকাররম আলী, সহসাংগঠনিক সম্পাদক শচীন দে, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন রাকিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল্লাহ, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জেবু চৌধুরী, তানিয়া আকতার, তানাস চৌধুরী, সাকিব চৌধুরী, তাওসিফ রেজা, হাছনাইন, মাহবুবা হোসেনসহ আরও অনেকে।
সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা