হেক্টর গার্সিয়া ও ফ্রান্সেসক মিরালেসের লেখা অনুপ্রেরণামূলক গ্রন্থ ‘ইকিগাই’ নিয়ে পাঠচক্রের আসর করেছে কক্সবাজার বন্ধুসভা। ১৪ মার্চ বিকেলে সমুদ্রসৈকতে এটি অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে ইফতার করেন বন্ধুরা।
সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফার সঞ্চালনায় শুরুতেই ‘ইকিগাই’ বইটি পাঠ আলোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মারগুব মোর্শেদ। তিনি বলেন, ‘“ইকিগাই” বইটি জাপানি জীবনদর্শন সম্পর্কে আলোচনা করে, যা দীর্ঘ এবং সুখী জীবনের রহস্য হিসেবে বিবেচিত। লেখকেরা ওকিনাওয়া, জাপানের দীর্ঘায়ু মানুষের জীবনধারা বিশ্লেষণ করে দেখিয়েছেন কীভাবে তাঁরা অর্থপূর্ণ ও সুখী জীবন যাপন করেন।’
সহসভাপতি আবদুল নবী বলেন, ‘ইকিগাই শব্দের অর্থ হলো “জীবনের উদ্দেশ্য” বা “জীবনের কারণ”। এটি এমন একটি ধারণা, যা মানুষকে প্রতিদিন সকালে জাগতে অনুপ্রাণিত করে। দীর্ঘায়ু ও সুখের রহস্য এবং জাপানের মানুষের দীর্ঘ জীবন ও তাঁদের সুস্থ থাকার রহস্য ফুটিয়ে তুলেছেন লেখক।’
নিজেকে সতেজ ও কর্মঠ থাকার গুরুত্বের কথা উল্লেখ করে প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘অবসর গ্রহণের পরও কর্মঠ থাকা এবং সক্রিয় থাকার মানসিকতা কীভাবে সুখ ও দীর্ঘ জীবন নিশ্চিত করে, তা লেখক এই বইতে ফুটিয়ে তুলেছেন।’
মনোযোগ ও প্রবাহ, কাজ বা সৃজনশীলতায় সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যাওয়া কীভাবে মানসিক শান্তি ও আনন্দ দেয় তা এই বই পড়ে বোঝা যায়। বইটি নিয়ে আরও আলোচনা করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তারেকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শাহরিয়ার শেখলা, কার্যনির্বাহী সদস্য আল আমিন, বন্ধু শোয়াইবুল্লাহ, আলিফ, জিসনা আয়াত, নওশীন নাওয়ার, আয়মান ফেরদৌসি, মারুফ হাসান ও কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম।
সাধারণ সম্পাদক, কক্সবাজার বন্ধুসভা