বৃক্ষরোপণ ও এতিমখানার উন্নয়নে নগদ অর্থসহায়তা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২১ আগস্ট উপজেলার দক্ষিণ উজানচর মঙ্গলপুর শামসুল উলুম হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মঙ্গলপুর মহিলা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভসূচনা করা হয়।

এ ছাড়া গোয়ালন্দ বন্ধুসভার পক্ষ থেকে দক্ষিণ উজানচর মঙ্গলপুর শামসুল উলুম হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন বাবদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। সিঙ্গাপুরপ্রবাসী বন্ধু ইয়াকুব হোসেন অপুর সহযোগিতায় বন্ধুসভার বন্ধুরা নগদ অর্থ তুলে দেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. নূরুল আমীনের হাতে। এ সময় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ বন্ধুসভার পক্ষ থেকে দক্ষিণ উজানচর মঙ্গলপুর শামসুল উলুম হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন বাবদ ১০ হাজার টাকা সহায়তা
ছবি: বন্ধুসভা

বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন মঙ্গলপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. ইসমাঈল হোসেন, দক্ষিণ উজানচর শামসুল উলুম হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. নূরুল আমীন, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, ব্যবসায়ী আইয়ুব হোসেন, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি লুৎফর রহমান, সাবেক সভাপতি শেখর আহম্মেদ বাবু, সহসভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক শফিক মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক রাজা ব্যাপারী, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ, বন্ধু রাকিবুল হক, রেজাউল মুন্সি, সাংবাদিক জহরুল ইসলাম, অনিক মিয়া, মিলন শেখ প্রমুখ।

বন্ধুসভার সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক শফিক মণ্ডল জানান, গোয়ালন্দ বন্ধুসভার পক্ষ থেকে এ বছর বিভিন্ন ফলদ ও ঔষধি প্রায় ৪০০ গাছের চারা রোপণ করা হবে।