বন্ধুদের সঙ্গে বসন্তবরণ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার আয়োজনে বন্ধুদের সঙ্গে বসন্তবরণছবি: বন্ধুসভা

ফুল ফুটুক আর না–ই ফুটুক—আজ বসন্ত। শীতের খোলস ছেড়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম এখন যেন কোনো অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। পলাশ আর শিমুলগাছে যেন লেগেছে আগুনের ছোঁয়া। প্রকৃতিতে মধুর বসন্তে সাজ সাজ রব। আর তাই তো প্রকৃতির সাজের সঙ্গে গুনগুন করে গেয়ে উঠছে আজ এ বসন্তে... কিংবা মনেতে ফাগুন এল…।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন দেশব্যাপী মহাসমারোহে ঋতুরাজ বসন্তের আগমন উদ্‌যাপন করেছে সব বয়সী মানুষেরা। দিনটি উপলক্ষে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করে ‘বন্ধুদের সঙ্গে বসন্তবরণ’।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান চৌধুরী এবং প্রতিষ্ঠাতা ট্রেজারার মোরশেদা চৌধুরীকে বসন্তের শুভেচ্ছা জানান বন্ধুরা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানের শুরুতেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান চৌধুরী এবং প্রতিষ্ঠাতা ট্রেজারার মোরশেদা চৌধুরীকে বসন্তের শুভেচ্ছা জানান বন্ধুরা।

সাংস্কৃতিক পর্বে নাচ ও গান পরিবেশনা এবং কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন বন্ধুরা। এ ছাড়াও ছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা।

দ্বিতীয় অংশে উপদেষ্টা এবং অতিথিদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

সহসাংগঠনিক সম্পাদক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা