জামালপুর বন্ধুসভার পাঠচক্রে ‘চিলেকোঠার সেপাই’

জামালপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র।

ছোটগল্পকার, ঔপন্যাসিক ও অধ্যাপক আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ২০ জুন রাত সাড়ে ৯টায় অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।

‘চিলেকোঠার সেপাই’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়ে ১৯৮৭ সালেই আলাওল সাহিত্য পুরস্কার পায়। এটি শুধু উনসত্তরের গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত একটি মহাকাব্যিক উপন্যাসই নয়, বরং এক উজ্জ্বল চরিত্র ওসমান গণি ওরফে রঞ্জুর মুক্তিকামী আন্দোলনের জোয়ারে গা ভাসিয়ে দেওয়ার গল্প। উপন্যাসটিতে নতুন মাত্রা যোগ করতে উঠে আসে দরিদ্র যুবক চেংটু কিংবা করমালি, যারা গ্রাম্য জোতদার খয়বার গাজীর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর ঔদ্ধত্য দেখায়। অপর প্রান্তে রঞ্জুর নিহিত কামনা, রেস্তোরাঁয় চায়ের কাপে তুমুল ঝড়ও তাল মিলিয়ে চলমান থাকে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অপূর্ব, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, সাংস্কৃতিক সম্পাদক রাসেল মিয়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক বিজয় হাসান, বন্ধু নুসরাত শৈলী ও রোহানী সাম্য।

বন্ধু, জামালপুর বন্ধুসভা