বানভাসিদের সেবায় কসবা বন্ধুসভার বন্ধুরা

মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবা দেন কসবা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

গত মাসের শেষ দশকে দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সীমান্তলাগোয়া ও গোমতী নদীর কাছাকাছি হওয়ায় এর কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা। মানুষের এমন ক্রান্তিলগ্নে পাশে দাঁড়ান কসবা বন্ধুসভার বন্ধুরা।

আটকে পড়া মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কসবা বন্ধুসভা ও সমাজিক সংগঠন কসবা সার্চ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে উপজেলার বায়েক ইউনিয়নে আটকে পড়া মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন বন্ধুরা। পরবর্তীতে বায়েক ইউনিয়ন, আখাউড়া উপজেলা, কুমিল্লা জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবীদ্বার উপজেলায় বন্যায় আক্রান্ত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও বিনা মূল্যে নৌকা পারাপার সেবাদান করেন।

নৌকায় করে বন্যায় আক্রান্ত মানুষদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

বন্যা–পরবর্তী সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেও স্বেচ্ছাসেবা দেন কসবা বন্ধুসভার বন্ধুরা। এই কাজে সার্বক্ষণিক ছিলেন উপদেষ্টা সাইদুর রহমান, সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রমজান আলীসহ অন্য বন্ধুরা।

সভাপতি, কসবা বন্ধুসভা