জীবনের প্রতিচ্ছবি ম্যাক্সিম গোর্কির ‘নিচু তলার মানুষ’

নীলফামারী বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

ম্যাক্সিম গোর্কির ‘নিচু তলার মানুষ’ বইয়ে এক বস্তির গল্প দেখানো হয়েছে। যেখানে পৌঁছায় না সূর্যের আলো। পৌঁছায় না নির্মল বায়ু। যেখানে মানুষের মধ্যে গড়ে ওঠেনি মনুষত্ববোধ। সেখানকার মাটির ঘরগুলো যেন এক একটা আদিম যুগের মানুষের আবাসস্থল। বাস করে সমাজের অবহেলিত, শোষিত ও ছিন্নমূল কিছু মানুষ। তারা কেউ চোর, কেউ জুয়াড়ি, কেউ ব্যর্থ অভিনেতা। এই সমাজে আরও রয়েছে শ্রমিক, তালার মিস্ত্রি, পশম ব্যবসায়ী ও মুচি।

প্রত্যেকেই বেঁচে থাকার স্বপ্ন লালন করত। কিন্তু জীবনের বাস্তবতার কাছে তারা সবাই পরাজিত। জীবনের যেই ছন্দ থাকার কথা, সেই ছন্দ আর তাদের মধ্যে নেই। এই অন্ধকারাচ্ছন্ন জীবনেও আছে প্রেম, আছে মানব-মানবীর চিরাচরিত সম্পর্ক। রাশিয়ার একটি সমাজের এই নিচু স্তরের মানুষগুলোর জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন ম্যাক্সিম গোর্কি।

বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে নীলফামারী বন্ধুসভা। ১৯ আগস্ট নীলফামারী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে বন্ধুরা বইটি নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, সহসভাপতি নিপুন রায়, কার্যকারী সদস্য রাইসুল ইসলাম, পিংকি আক্তার, বন্ধু ঝর্ণা রায়সহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, নীলফামারী বন্ধুসভা