বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর

বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার আদর্শ মেনে চললে একজন শিক্ষার্থী হয়ে ওঠেন দক্ষ সাংগঠনিক ও মানবিক ব্যক্তি। সামাজিক ও সাংস্কৃতিক গুণাবলি তাঁর মধ্যে দেখা যায়। তিনি সমাজ তথা দেশের জন্য যেমন কাজ করেন, তেমনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেও কুণ্ঠাবোধ করেন না। নারীদের সম্মান করেন। শিশুদের ভালোবাসেন। নিয়মিত বই পড়েন। পড়ার মধ্যে আনন্দ খুঁজে নেন। তাই বলা যায়, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হয়ে ওঠার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে প্রথম আলো বন্ধুসভা।

২০ জানুয়ারি ‘বন্ধুসভার গঠনতন্ত্র’ বিষয়ের ওপর আয়োজিত পাঠচক্রের আসরে এসব কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম। জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ছাদে পাঠচক্র অনুষ্ঠিত হয়। আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে আরও আলোচনা করেন উপদেষ্টা আনোয়ার হোসেন, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, সাবেক সভাপতি সাঈদ মাহমুদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন।

উপদেষ্টা ফারুকা বেগম বলেন, ‘বন্ধুসভার ছেলেমেয়েরা অনৈতিক কাজ করতে পারে না। তারা দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত। দেশকে যারা ভালোবাসে, তারা মাকেও ভালোবাসে। তারা খারাপ কাজ থেকে বিরত থাকে। নারী ও শিশুদের সম্মান করতে জানে।’

আনোয়ার হোসেন বলেন, ‘নিজের ব্যক্তিত্বের বিকাশ ও সাংগঠনিক দক্ষতা অর্জনের জন্য বন্ধুসভা একটি মাধ্যম। বন্ধুসভার বন্ধুরা সমাজসেবায় কাজ করে। শিক্ষা নিয়ে কাজ করে। বৃক্ষরোপণ করে। নানা দুর্যোগে ভয়ভীতি উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়ায়। প্রথম আলোর নানা ভালো কাজ বাস্তবায়ন করে। বন্ধুসভা প্রথম আলোর প্রাণ।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, রজনী ভাস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতি ঠাকুর, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, জেন্ডারসমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, সাংগঠনিক সম্পাদক আমেনা খাতুন, অর্থ সম্পাদক ইসরাত জাহান, দপ্তর সম্পাদক চাঁদনি খাতুন, বইমেলা সম্পাদক ওজিফা খাতুন প্রমুখ।

জেন্ডারসমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা