ঈদ নিয়ে শিশুদের যেন আগ্রহের শেষ নেই। তাদের নানাবিধ বায়না মেটাতে অভিভাবকেরাও সাধ্যমতো চেষ্টা করেন। তবে সমাজের পিছিয়ে পড়া শিশুরা বঞ্চিত থেকে যায় ঈদ আনন্দ থেকে। তাদের মন ঈদের কোনো রঙেই ঠিকমতো রাঙায় না। এসব শিশুর মধ্যে পবিত্র ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে দিতে মেহেদি উৎসব করে সিরাজগঞ্জ বন্ধুসভা।
ঈদের আগের দিন ৬ জুন সকালে জেলার রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিশুর হাত মেহেদির আলপনায় রাঙিয়ে দেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। আলপনা এঁকে দেন বন্ধু মনি খাতুন, মুনতাহ মুন, আমিনা খাতুন, শিমু খাতুন, কাকলি খাতুন ও ছন্দা খাতুন। তাঁরা বলেন, ‘ঈদের দিনটি আমাদের সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ এই শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে।’
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম, সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক নয়ন খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, বন্ধু অনিক মিয়া, রাসেল আহমেদ, রাসেদুল ইসলাম, কাওছার আহমেদ, ইয়ামীনসহ অন্য বন্ধুরা।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা